• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মিশুক মুনীর ও তারেক মাসুদের মামলার রায় আজ


মানিকগঞ্জ প্রতিনিধি ফেব্রুয়ারি ২২, ২০১৭, ০৯:৫১ এএম
মিশুক মুনীর ও তারেক মাসুদের মামলার রায় আজ

তারেক মাসুদ ও মিশুক মুনীর। ফাইল ছবি

ঢাকা: মানিকগঞ্জের ঘিওরে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে সাংবাদিক মিশুক মুনীর ও প্রখ্যত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদসহ ৫ জন নিহতের মামলার রায় আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) ঘোষণা করবেন মানিকগঞ্জের আদালত।

গত রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফাইজুল কবীর উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার এই দিন নির্ধারণ করেন।

এ সময় মামলার একমাত্র আসামি বাস চালক জামির হোসেন উপস্থিত ছিলেন। আসামির জামিন আদেশ বহাল রেখেছেন আদালত। মামলায় রাষ্ট্রপক্ষের মোট ২৪ জন এবং আসামিপক্ষের দুইজনের সাফাই সাক্ষী গ্রহণ করেছেন আদালত।

২০১১ সালের ১৩ আগষ্ট ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মিশুক মুনীর ও তারেক মাসুদসহ ৫ জন নিহত হন। এ ঘটনায় ঘাতক বাস চুয়াডাঙ্গা ডিলাক্সের চালক জামির হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!