• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মিয়ানমার আর্মির বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ইইউ


নিউজ ডেস্ক ফেব্রুয়ারি ২৩, ২০১৮, ০৬:৪২ পিএম
মিয়ানমার আর্মির বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ইইউ

ঢাকা: মিয়ানমারের সামরিক জেনারেলদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তুতি নিতে শুরু করেছে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)। অবশ্য এর মধ্যেই রাখাইনের রোহিঙ্গা গ্রামগুলো বুলডোজার দিয়ে গুরিয়ে দিচ্ছে দেশটির সরকার। এমনভাবে সবকিছু নিশ্চিহ্ন করা হচ্ছে, যাতে ভবিষ্যতে গ্রামগুলো দেখলে মনে হবে, এখানো কোনোকালেই জনবসতি ছিল না।

দুই কূটনীতিকের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, যাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আসতে পারে, তাদের নামের একটি তালিকা করতে ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধানকে অনুরোধ জানানো হবে আগামী সপ্তাহে।

রয়টার্স লিখেছে, মিয়ানমারের জেনারেলদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি বা তাদের সম্পদ জব্দের পদক্ষেপ নেওয়া হলে তা হবে ইউরোপীয় ইউনিয়নের কঠোরতম পদক্ষেপ। যুক্তরাষ্ট্র ও কানাডা এর আগে রোহিঙ্গা নিপীড়নে জড়িত মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর একই ধরনের নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।

একজন কূটনীতিক রয়টার্সকে বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত মিয়ানমারের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, অবিলম্বে সেই প্রস্তাব সামনে আনতে ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেদারিকো মঘেরিনিকে বলবেন জোটের মন্ত্রীরা।

মিয়ানমারের ওপর নব্বইয়ের দশক থেকে আরোপিত ইইউর অস্ত্র নিষেধাজ্ঞা কীভাবে আরও জোরদার করা যায়, তা খুঁজে দেখতে বলা হবে তাকে।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!