• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিয়ানমার থেকে চাল আনতে চায় সরকার


নিজস্ব প্রতিবেদক জুলাই ৯, ২০১৭, ১১:০৩ পিএম
মিয়ানমার থেকে চাল আনতে চায় সরকার

ঢাকা: মিয়ানমার থেকে চাল আমদানি করতে চায় বাংলাদেশ। দেশটি থেকে সরকারি পর্যায়ে (জি-টু-জি) চাল আমদানির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ ব্যক্ত করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

মিয়ানমারের রাষ্ট্রদূত মিয়ো মিন্ট থানের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে খাদ্যমন্ত্রী এই আগ্রহের কথা জানান। রোববার(৯ জুলাই) মন্ত্রীর অফিসে বৈঠকটি অনুষ্ঠিত হয়। খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার। ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ হিসেবে মিয়ানমারের কাছ থেকে আরো বাণিজ্যিক সুবিধা আশা করে বাংলাদেশ।

দু’দেশের সম্পর্কের কথা উল্লেখ করে মিয়ানমারের রাষ্ট্রদূত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পূর্ণ আশ্বাস দেন। এ চুক্তির অধীনে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে প্রচলিত মূল্যে চাল (মানসম্মত চাল) মিয়ানমার থেকে আমদানি করতে পারবে।

বৈঠকে খাদ্য ছাড়াও দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!