• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিয়ানমারে কারাগার ভেঙে পালাল বন্দিরা


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ১৬, ২০১৮, ০৭:০২ পিএম
মিয়ানমারে কারাগার ভেঙে পালাল বন্দিরা

প্রতীকী ছবি

ঢাকা : মিয়ানমারে কারাগার ভেঙে বেশ কিছু পালিয়েছে বন্দিরা। পুলিশ তাদের খুঁজছে। রোববার (১৬ সেপ্টেম্বর) কারাগারে প্রবেশ করা একটি ট্রাক ছিনতাই করে ও গেট ভেঙ্গে তারা পালায়। দেশটির পূর্বাঞ্চলীয় কারেন রাজ্যের হাপা এন কারাগারে বন্দি পালানোর এই ঘটনা ঘটে। খবর এএফপি’র।

কারা কর্মকর্তা খিন থেট বার্তা জানিয়েছেন, ‘বন্দিরা একজন কারা কর্মকর্তাকে আহত করে। এর পর তারা ট্রাকে করে পালিয়ে যায়।’ তিনি এলাকাবাসীকে অপরিচিত বা রহস্যজনক কাউকে এলাকায় দেখলে পুলিশকে খবর দিতে বলেন।

প্রদেশটির পুলিশ প্রধান আং মায়াট বলেন, ‘৪১ জন বন্দি পালিয়েছে। তবে ইতিমধ্যে তিনজনকে পুনরায় আটক করা হয়েছে। অন্যদেরকে আটকের চেষ্টা চলছে।’

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!