• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মঞ্জুরুল


কূটনৈতিক প্রতিবেদক ফেব্রুয়ারি ৮, ২০১৮, ০৩:১১ পিএম
মিয়ানমারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মঞ্জুরুল

ঢাকা : মিয়ানমারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক মঞ্জুরুল করিম খান চৌধুরীকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মঞ্জুরুল বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ পূর্ব এশিয়া উইংয়ের মহাপরিচালক। মন্ত্রণালয়ের এই উইংয়ে রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের সঙ্গে কাজ করছে।

মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমানকে গত মাসে অস্ট্রেলিয়া মিশনে বদলি করে সরকার।

মঞ্জুরুল করিম ইস্তাম্বুল, লন্ডন, রোম ও বন্দর সেরি বেগাওয়ান মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন। তিনি বিভিন্ন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক মঞ্জুরুল করিম পরে ইতালির লা সাপিয়েঞ্জা ইউনিভার্সিটি থেকে জিওপলিটিক্স ও গ্লোবাল সিকিউরিটিতে স্নাতকোত্তর করেন।

মঞ্জুরুল করিম খান চৌধুরী ১৭তম ব্যাচের (পররাষ্ট্র) বিসিএস কর্মকর্তা। তিনি চাকরিতে যোগ দেন ১৯৯৮ সালের ফেব্রুয়ারিতে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Wordbridge School
Link copied!