• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের ওপর অবরোধ আরপের আহ্বান


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ১৮, ২০১৭, ১১:২২ এএম
মিয়ানমারের ওপর অবরোধ আরপের আহ্বান

ঢাকা: মিয়ানমারের ওপর কঠোর অবরোধ ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। তারা বলছে, দেশটির সেনাবাহিনী যে হারে জাতিগত নিধনযজ্ঞ চালাচ্ছে এ জন্য এ অবরোধ জরুরী।

হিউম্যান রাইটস ওয়াচ বলছে, রোহিঙ্গাদের ওপর ভয়াবহ সহিংস ভূমিকার কারণে বিশ্বব্যপী নিন্দিত হচ্ছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। এবার মিয়ানমারের সেনাবাহিনীর ওপর এমন কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা দরকার যেন কোনোভাবেই সে দেশের জেনারেলরা তা উপেক্ষা করতে না পারে।

সংগঠনটি আরো বলছে, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল এবং এই ইস্যুর সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর উচিত মিয়ানমারের ওপর কঠোর অবরোধ ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা যেন তাদের ‘জাতিগত নিধন’ সংক্রান্ত প্রচারণা ও কার্যক্রম বন্ধ করা যায়।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!