• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মীম মাশকুরের ‘আপনাপন রঙের ঈদ’


সাহিত্য সংস্কৃতি ডেস্ক জুলাই ৬, ২০১৬, ০১:৪৪ পিএম
মীম মাশকুরের ‘আপনাপন রঙের ঈদ’

আপনাপন রঙের ঈদ

সময়ের চক্রে
দিন আসে রাত আসে
প্রাকৃতিক নিত্যতায়
সুখ দুঃখের রং চড়ে আমাদের অনুভবের
সওয়ারী হয়ে আপেক্ষিকতায়।

ঈদে এসেছে আজ দুয়ারে
তেমনি লাখো ভিন্নতায়
লাখ টাকার লেহেঙ্গায়, জীর্ণ বস্ত্রের আঁচলে
কারো দেশের বাইরে সপরিবারে উদযাপনে
কারও অন্যের দুয়ারে আজও হত্যে দিয়ে

কাক ডাকা ভোর থেকে গভীর নিশি...
সুখের রঙ কেমন?
শুধু দেখি আশার বিবর্ণ ধূসর
রঙ আধিক্য রঙ শূন্যতা ছাড়িয়ে
সেই ধূসর আকাশে হাসে ঈদের চাঁদ।

খুশি ছড়িয়ে পড়ে চারদিকে
পাওয়া না পাওয়ার হিসেব ভুলে
উদযাপনের উৎসাহে বর্ণিল হয়ে ওঠে
ধূসর দিগন্তও
বহুমাত্রিকতায় আপনাপন রঙে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

 

 

 

Wordbridge School
Link copied!