• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তামনির মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে চিকিৎসকের


নিউজ ডেস্ক মে ২৩, ২০১৮, ০২:১৫ পিএম
মুক্তামনির মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে চিকিৎসকের

ঢাকা : ‘চিকিৎসক হিসেবে বহু রোগীর মৃত‌্যু দেখেছি। কিন্তু মুক্তামনির বিষয়টা আমার জন্য খুবই কষ্টের। ছোট্ট এ শিশুটির ধুঁকে ধুঁকে মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না।’

বুধবার (২৩ মে) সকালে মুক্তামনির মৃত্যুর পর এক প্রতিক্রিয়ায় এভাবেই হতাশার কথা ব্যক্ত করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। প্রসঙ্গত, শুরু থেকেই মুক্তামনির চিকিৎসার তত্ত্বাবধানে ছিলেন এই চিকিৎসক।

ডা. সামন্ত লাল সেন বলেন, গত এক সপ্তাহ ধরে ওর বাবার (মুক্তামনির বাবা) সঙ্গে কথা বলেছি। ঢাকায় আসতে বলছিলাম। কিন্তু ওরা কিছুতেই আসতে চাইলো না।

তিনি আরো বলেন, গতকাল (মঙ্গলবার) আমি তার বাসায় সিভিল সার্জনকে দিয়ে চিকিৎসকও পাঠিয়েছিলাম। চিকিৎসকরা তাকে দেখার পর আমাকে বললো, স্যার অত্যন্ত রক্তশূন্যতায় ভুগছে মুক্তামনি। তাকে ব্লাড দিতে হবে। কিন্তু ওরা আসল না।

প্রসঙ্গত, রক্তনালীর টিউমারে আক্রান্ত মুক্তামনি বুধবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কামারবাসা গ্রামের নিজ বাড়িতে মারা যায়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!