• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুক্তি পেলেন সোহেল


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৩, ২০১৭, ০৯:৪২ পিএম
মুক্তি পেলেন সোহেল

ঢাকা: জামিনে মুক্তি পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

নাশকতার বিভিন্ন মামলায় জামিন পেয়ে গত ৬ মার্চ তিনি কারাগার থেকে মুক্তি পান। তবে সেদিনই কারাফটক থেকে তাকে আবারও আটক করা হয়। পরদিন রমনা থানায় ২০১৫ সালে দায়েরকৃত এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

তার আইনজীবী মোস্তফা সারওয়ার বলেন, হাবিব-উন-নবী খান সোহেলের বিরুদ্ধে থাকা ১৪৩ মামলায় আগেই জামিন পেয়েছেন। সর্বশেষ রমনা থানায় দায়েরকৃত একটি মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন। ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই।

প্রসঙ্গত, গত ৯ অক্টোবর নাশকতার বিভিন্ন মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সোহেল। আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!