• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুক্তিযুদ্ধের স্বপ্ন আজও পূরণ হয়নি: ফখরুল


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৬, ২০১৬, ০৩:৫৪ পিএম
মুক্তিযুদ্ধের স্বপ্ন আজও পূরণ হয়নি: ফখরুল

ঢাকা: মুক্তিযুদ্ধের স্বপ্ন আজও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ১৯৭১ সালে আমরা যখন যুদ্ধ করি ও বিজয় ছিনিয়ে আনি তখন আমাদের সামনে স্বপ্ন ছিল একটি সত্যিকার অর্থেই স্বাধীন সার্বভৌম, গণতান্ত্রিক ও অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়া। কিন্তু দুর্ভাগ্য আমাদের, সে স্বপ্ন আজও পূরণ হয়নি।

শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন তিনি ।

মির্জা ফখরুল বলেন, সরকার সম্পূর্ন স্বৈরাচারী ও একনায়তান্ত্রিক উপায়ে দেশ শাসন করছে। তাদের মূল লক্ষ হচ্ছে বিরোধী দল ও ভিন্ন মতকে সম্পূর্নভাবে দমন করে এক দলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা।

এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের দুঃশাসনে বর্তমানে গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে। তাই আজকের এই দিনে শপথ গ্রহণ করছি, ৭১ সালে যে চেতনাকে সামনে নিয়ে আমরা লড়াই করেছি সেই চেতনাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা ঐক্যবদ্ধ হবো। জনগণ ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনবে। আজকের দিনে এই আমাদের প্রত্যাশা, শপথ ও প্রত্যয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

 

Wordbridge School
Link copied!