• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা রোজের স্ত্রীর ইন্তেকাল


পাবনা প্রতিনিধি জুলাই ২৬, ২০১৭, ১০:০৮ এএম
মুক্তিযোদ্ধা রোজের স্ত্রীর ইন্তেকাল

পাবনা: জেলা কৃষক লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মেজবাহুর রহমান রোজের স্ত্রী লুৎফুন নাহার শেলী চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার রাত ৯ টা ৫০ মিনিটে শহরের শফিক ডায়াগনষ্টিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে.......রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৯ বছর।

তিনি স্বামী, ১ ছেলে, ২ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার সকাল নয়টায় ভাঙ্গুড়ার পাথরঘাটায় নিজ এলাকায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বেলা পৌনে দুটোয় শহরের কাচারী জামে মসজিদে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজে জানাজা। শরিক হন অসংখ্য মানুষ। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, তিনি সেক্টর কমান্ডার্স ফোরামের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকনের ছোট ভাইয়ের স্ত্রী। এদিকে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মেজবাহুর রহমান রোজের স্ত্রীর মৃত্যুতে পাবনা প্রেসক্লাবের সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, জেলা কৃষকলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শহিদুর রহমান শহিদ, সাধারণ সম্পাদক তৌফিকুর আলম তৌফিক, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক দেওয়ান মাজাহারুল ইসলাম মুন্নু, জেলা কৃষকলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক আসলাম আলী, জাহাঙ্গীর ফিরোজ, শাহাদত হোসেন, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক জাহিদ, সদর উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মঞ্জুর রহমান খান, মজিবুর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান খোকন, জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসিবুল হোসেন খান, প্রচার সম্পাদক আব্দুর রহমান শিকদার প্রমুখ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!