• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভূমিহীনদের সংঘর্ষ, আহত ১০


বাগেরহাট প্রতিনিধি মার্চ ৩০, ২০১৮, ০৪:৫১ পিএম
মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভূমিহীনদের সংঘর্ষ, আহত ১০

বাগেরহাট: জেলার শরণখোলা উপজেলায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে জমি বিরোধ ও বসতঘর পুড়িয়ে দেয়ার জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের   ১০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।   

আহত মুক্তিযোদ্ধা হেমায়েত বলেন, ২০১৩ সালে ভোলানদীর চর ভরাটের জমি মনিরুল ইসলাম, হারুন-অর-রশিদ শিকদার, হারেজ হাওলাদারসহ ৩০ জন মুক্তিযোদ্ধার নামে বাগেরহাট জেলা প্রশাসক ৯৯ বছরের জন্য বন্দোবস্ত দেন। ওই জমিতে হেমায়েতসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা বসতঘর নির্মাণ করতে গেলে  বৃহস্পতিবার (২৯ মার্চ) পশ্চিম রাজাপুর গ্রামের বাসিন্দা নুরু চৌকিদারের নেতৃত্বে কতিপয় ভূমিহীন এতে বাধা দেন।

এসময় ভূমিহীনরা মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিনের একটি বসতঘর পুড়িয়ে দেয়। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়।

আহতদের মধ্যে রানু বেগম (৪০), মিনারা বেগম (৪৫), ছবি বেগম (২৫), বকফুল বেগম (৪৫)কে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং হেমায়েত হাওলাদার (৬৫), শাহ আলম (৫৫), জামাল হাওলাদার (৪৫), রফিক হাওলাদার (৪৫), আলী রাজ (২৫), নুরু শেখ (৫৮)কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে নুরু শেখ বলেন, আমরা (ভূমিহীনরা) চরভারাটে ওই জমিতে দীর্ঘ ৩০/৩৫ বছর ধরে বসবাস করে আসছি। হঠাৎ করে আমাদের উচ্ছেদের নামে মারপিট শুরু করে তারা।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!