• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি না দেয়ায় হাইকোর্টে জবাব


আদালত প্রতিবেদক ডিসেম্বর ১৪, ২০১৬, ০৫:০০ পিএম
মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি না দেয়ায় হাইকোর্টে জবাব

ঢাকা: আদালতের আদেশ থাকা সত্ত্বেও সাত মুক্তিযোদ্ধার সন্তানের চাকরিতে নিয়োগ না দেয়ায়, হাইকোর্টে হাজির হয়ে জবাব দিয়েছেন খাদ্যসচিব ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক। বুধবার (১৪ ডিসেম্বর) খাদ্যসচিব এ এম বদরুদোজ্জা ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসান আদালতে হাজির হয়ে জবাব দাখিল করেন।

জবাবে তারা বলেন, ইতোমধ্যে তৃতীয় শ্রেণীর ২ জনকে নিয়োগ দেয়া হয়েছে। বাকি ৫ জন যেহেতু ২য় শ্রেণীর তাদের বিষয়ে পিএসসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাদেরকে নিয়োগ দেয়া হবে বলে আদালতে জানান সচিব।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার ইব্রাহিম খলিল জানান, খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে লিখিত ও ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও সাত মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়োগ না দেয়ায় গত ২২ নভেম্বর হাইকোর্ট তাদেরকে চাকরিতে নিয়োগের নির্দেশ দেন।

গত ৬ ডিসেম্বরের মধ্যে নিয়োগ দিতে না পারলে খাদ্যসচিব, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ও শাহবাগ থানার ওসিকে আদালতে হাজির হতে নির্দেশ দেয়া হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!