• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুখ বন্ধ করার দুই পন্থা, এক চাপাতি আরেকটি মামলা


নিজস্ব প্রতিবেদক জুন ১, ২০১৭, ০১:৩৫ এএম
মুখ বন্ধ করার দুই পন্থা, এক চাপাতি আরেকটি মামলা

ঢাকা : গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের মতে, প্রতিবাদ করলে মুখ বন্ধ করার দুটি পন্থা চলছে এখন। একটা চাপাতি আরেকটা হলো মামলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হওয়ার প্রতিক্রিয়ায় এমনটাই বলেন ইমরান। 

ইমরান এইচ সরকারসহ অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই নালিশি মামলা করেন বাংলাদেশ ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী। বাদি বলেন, ‘মিছিলে তারা (ইমরানরা) প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কটূক্তিমূলক এবং আপত্তিজনক স্লোগান দিয়েছেন। দেশের নাগরিক হিসেবে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এ ধরনের স্লোগান দেওয়া মানহানিকর। 

মহানগর হাকিম এসএম মাসুদ জামান মামলাটি আমলে নিয়ে ইমরান এইচ সরকারসহ অন্যদের আদালতে তলব করেছেন। তাদের আগামী ১৬ জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

ইমরান এইচ সরকার অবশ্য বলেন, ‘রাষ্ট্রের ভিতরে যেকোনো অন্যায় হলে স্লোগান দিয়ে প্রতিবাদ করা যাবে না? আর এতে অনুভূতিতে কেন আঘাত লাগবে? স্লোগান তো হলো প্রতিবাদের ভাষা।’

তিনি বলেন, ‘কথা বললেই ধমক দেয়া হয়, হুমকি দেয়া হয়। হুমকি দেয়ার একটা রূপ চাপাতি, আরেকটা হলো মামলা।’

সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক দেবীর ভাস্কর্য সরানোর প্রতিবাদে গত ২৮ মে সন্ধ্যায় শাহবাগে মশাল মিছিল করে গণজাগরণ মঞ্চ। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এবং তার নাম নিয়ে স্লোগান দেয়া হয় বলে অভিযোগ উঠে। আর এতে শিক্ষামন্ত্রীর জামাতা ইমরানের উপর ক্ষুব্ধ হয় ছাত্রলীগ। এর প্রতিবাদে তার পরদিন সোমবার রাতে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ছাত্রলীগ বিক্ষোভ করে।

ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী সেখানে বলেন, ‘আমাদের প্রাণের নেত্রীকে যে ইমরান গংরা অপমানিত করেছে তাদের কোনো ছাড় দেয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করা হচ্ছে। ইমরান এবং তার গংদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেখানে পাওয়া যাবে সেখানেই কুত্তার মতো পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করা হবে।’

তিনি বলেন, ‘আমাদের নেত্রী ও ছাত্রলীগের বদন্যতায় ইমরানকে আমরা ভাই হিসেবে তার প্রাপ্য যোগ্যতার চেয়ে অনেক উপরে স্থান দিয়েছিলাম। কিন্তু এই বেঈমান কুত্তার বাচ্চা আমাদের মা শেখ হাসিনাকে নিয়ে যে কটূক্তি করেছে তার জন্য কোনো ছাড় নয়। তার স্পর্ধা বেড়ে গেছে। তার বিরুদ্ধে এবং তার গংদের বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার মামলাও করা হবে।’

সোনালীনিউজ/ এসও

Wordbridge School
Link copied!