• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
দাঁতের যত্ন

মুখের ক্ষত : Apthous Ulcer


ডা. আওরঙ্গজেব আরু জুলাই ২৩, ২০১৭, ০১:১০ পিএম
মুখের ক্ষত : Apthous Ulcer

ঢাকা : আমাদের মুখ গহ্বর স্বাভাবিকভাবেই ভীষণ সংবেদনশীল। একটু ক্ষত হলেই তা কষ্টকর হয়ে দাঁড়ায়। খাবার খেতে সমস্যা তো হয়ই, এমনকি পানি বা যে কোনো তরল পদার্থ গ্রহণে প্রচ- ব্যথা অনুভূত হয়।

বয়স : শৈশবে ও বয়ঃসন্ধিতে অ্যাপথাস আলসার দেখা যায়।

লিঙ্গভেদে : সাধারণত মহিলাদের এটি বেশি দেখা যায় তবে এটি স্ত্রী-পুরুষ উভয়েরই হতে পারে।

লক্ষণ : ছোট ছোট গোলাকৃতির মতো যার কেন্দ্রে সাদা বা হলুদ ডট এবং চারপাশে লাল বর্ডার দেখা যায়। এক্ষেত্রে কোনো ব্যথা না হলেও ভালো হয়ে যাওয়ার ১ থেকে ৪ সপ্তাহের মধ্যে পুনরায় দেখা দিতে পারে। এধরনের আলসারের ক্ষত সেরে যাওয়ার পর কোনো দাগ থাকে না।

কারণ : গবেষণায় দেখা যায় যে, এক তৃতীয়াংশ রোগীর কারণ বংশগত। এছাড়াও ধুমপান, মানসিক চাপ, অতিরিক্ত ঝাল বা মসলাদার খাদ্য গ্রহণ, আঘাত, খাদ্যে এলার্জি অ্যাপথাস আলসারের ঝুঁকি বাড়িয়ে দেয়।

* খাদ্য তালিকায় আয়রন, ভিটামিন বি, জিংক, আয়োডিনের অভাবে এ রোগ হতে পারে।

* কখনও কখনও পার্নিসিয়াস এনিমিয়া

ডার্মাটাইটি হার্পেটিফর্নিস , এইডস, বেহসেট ডিজিজে অ্যাপথাস আলসার উপসর্গ হিসেবে দেখা যায়।

* কোনো কোনো টুথপেস্ট মাউথওয়াশে সোডিয়াম লোরিল সালফেট থাকে যা দীর্ঘদিন ব্যবহারে অ্যাপথাস আলসার দেখা যায়।

প্রতিরোধ : যে সকল কারণে অ্যাপথাস আলসার হয় সে কারণগুলো এড়িয়ে চললে অ্যাপথাস আলসার নিয়ন্ত্রণে আনা যায়।

* দিনে ২ বার ব্রাশ করা জরুরি

। এজন্য নরম গোলম মাথার ব্রাশ ব্যবহার করতে হবে।

প্রতিকার : আলসার হলে অতিরিক্ত গরম, ঝাল বা শক্ত খাবার যেমন পটেটে চিপস, টোস্ট, বিস্কিট, গরম চা বা কফি না খাওয়াই ভালো।

* আয়রণ, জিংক ও ভিটামিন বি সমৃদ্ধ খাবার আহার করা উচিত।

* এরপরও ঘাটতি দেখা গেলে ভিটামিন বি ১২ সাপ্লিমেন্ট খেতে হবে।

* সাধারণত চিকিৎসকগণ চিকিৎসার শুরুতে হাইড্রোকটিসোন বা ট্রাইঅ্যাসসিনোলর টপিকার দিয়ে শুরু করবেন। টেট্রাসাইক্লিন বা ডক্সিআইক্লিন পানিতে গুলিয়ে দিনে ৩-৪ বার মাউথ ওয়াশ হিসেবে ব্যবহার করা যায়।

* ক্লোরহেক্সিডিন মাউথওয়াশ ও ব্যথা উপশমে ভালো ফলদায়ক হয়ে থাকে।

** চিকিৎসকরা রোগের উপসর্গ ও জটিলতার উপর ভিত্তি করে এ সকল ষেুধ প্রেসক্রাইব করেন। কখনও কখনও স্কিন বায়েপসি

  করার প্রয়োজন হয়। তাই মুখে কোনো ঘা দীর্ঘস্থায়ী হলে অবহেলা না করে চিকিৎসকের পারামর্শ নেওয়া জরুরি।

লেখক: সাধারণ সম্পাদক, বাংলাদেশ ডেন্টাল হেলথ রিসার্চ ফাউন্ডেশন। চিফ কনসালটেন্ট, ইলাহী ডেন্টাল কেয়ার। মেরুল বাড্ডা প্রধান সড়ক, ঢাকা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!