• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
এএফসি কাপ

মুখোমুখি বাংলাদেশের সাইফ-মালদ্বীপের টিসি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২২, ২০১৮, ০৯:৩৫ পিএম
মুখোমুখি বাংলাদেশের সাইফ-মালদ্বীপের টিসি

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবাগত দল সাইফ স্পোর্টিং ক্লাব। নিজেদের অভিষেকেই ফুটবলপ্রেমীদের চমকে দিয়েছে দলটি। ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান, মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাদার্স ইউনিয়ন এমনকি শেখ রাসেলের মতো ক্লাবকে টপকে গেছে তারা। নাম লিখিয়েছে এএফসি কাপের কোয়ালিফাইং রাউন্ডে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকাল ৩টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি কাপের কোয়ালিফাইং রাউন্ডের প্রথম প্লে-অফ ম্যাচে মালদ্বীপের টিসি (ট্র্যাস্ট অ্যান্ড কেয়ার) ক্লাবের মুখোমুখি হচ্ছে সাইফ স্পোর্টিং ক্লাব। অভিষেকেই নিজেদের শক্তি সম্পর্কে জানান দিয়েছে সাইফ। তবে অভিজ্ঞতায় খানিকটা এগিয়ে টিসি ক্লাব। ২০১৭ সালে চট্টগ্রামে অনুষ্ঠিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ট্রফি জিতেছিল মালদ্বীপের ক্লাবটি। ফলে এদেশের ফুটবল সম্পর্কে ভালই ধারনা আছে তাদের।  

মাঠে নামার আগের দিন সোমবার (২২ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে সংবাদ সম্মেলনে নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন দুই দলের কোচ ও অধিনায়ক। টিসি স্পোর্টস ক্লাবের কোচ মোহাম্মদ নিজাম বললেন, ‘আমরা গত বছরের মতো ভালো খেলতে চাই, জিততে চাই। সাইফের মতো আমরাও নতুন দল। আমরা ১২ দিনের প্রস্তুতি নিয়ে ঢাকায় এসেছি।’

সাইফ স্পোর্টিং ক্লাবের কোচ রায়ান নর্থমোর বলেন, ‘এএফসি কাপের জন্য আমরা বিকেএসপিতে অনুশীলন করেছি। আমাদের লক্ষ্য, খেলোয়াড়রা সমান গতিতে খেলে যেন ভালো পারফর্ম করতে পারে। কালকের ম্যাচে আমরাই ফেভারিট, আর আমরা জয়ের লক্ষ্যে মাঠে নামবো।’

সাইফের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘শুধু সাইফ স্পোর্টিং ক্লাবের নয়, দেশের ফুটবলের জন্যও ম্যাচটি গুরুত্বপূর্ণ। আমাদের দলটা ব্যালান্সড, আর আমাদের প্রস্তুতিও ভালো। তবে একটানা খেলার কারণে খেলোয়াড়রা কিছুটা ক্লান্ত। কাল (মঙ্গলবার) আমাদের একটাই লক্ষ্য জয়।’

আপাতত শক্তির তুলনায় সাইফ স্পোর্টিং ক্লাব ফেভারিট হিসাবে মাঠে নামছে। এএফসি কাপের জন্য চট্টগ্রাম আবাহনীর কাছ থেকে সাত জন ফুটবলার ও মোহামেডানের নাইজেরিয়ান এনকোচা কিংসলেও ধার হিসাবে নিয়েছে সাইফ। সে ক্ষেত্রে স্বাগতিক দলটির জয়ের সম্ভাবনাই বেশি। এখন মাঠে তারা কেমন পারফর্ম করে সেটাই দেখার বিষয়।  

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!