• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা


মুন্সীগঞ্জ প্রতিনিধি ডিসেম্বর ২৫, ২০১৭, ০৪:৪৩ পিএম
মুন্সীগঞ্জে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা

মুন্সীগঞ্জ : জেলার অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের আয়োজনে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ১৬১ জন শিক্ষার্থীকে পুরস্কার ও ঝরনা আক্তারকে সম্মাননা দেওয়া হয়। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুন্সীগঞ্জ কেন্দ্র অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুনতাসীর মামুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, দলনেতা চীনা প্রত্নতাত্বিক খনন দল (নাটেশ্বর) প্রফেসর ড. চাই হুয়ানবো,অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সাধারন সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

প্রধান আলোচক হিসাবে ছিলেন, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি ড. নূহ-উল-আলম লেনিন ও স্বাগত ভাষণ রাখেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক মো. শাহীন খান।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!