• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী


মুন্সীগঞ্জ প্রতিনিধি জানুয়ারি ২৪, ২০১৭, ০৭:১১ পিএম
মুন্সীগঞ্জে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

মুন্সীগঞ্জ : জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে সদরের কাটাখালি বাজারে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়। খাদ্য মন্ত্রণালয়ের অর্থায়নে ১ কোটি ৪১ লাখ টাকা ব্যায়ে এটি নির্মিত হয়।

এ সময় প্রধান অতিথির ভাষণে খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য বান্ধব কর্মসূচি বাস্তবায়ন করতে বাংলাদেশ সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। ১৯৯৬ সালে ৪০ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। ২০০১ সালে এই বিশাল অংকের খাদ্য ঘাটতি পূরণ করা গেলেও বিএনপি, জামায়াত ক্ষমতায় আসলে আবার খাদ্য ঘাটতি দেখা দেয়। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ টাকা কেজি দরে প্রতিমাসে ৩০ কেজি করে ৫০ লাখ পরিবারকে টানা ৫ মাস চাল দিচ্ছে। বর্তমানে বাংলাদেশে প্রায় ৪ কোটি মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন হয়েছে। এছাড়া দেশের খাদ্য গুদামের ধারণ ক্ষমতা ২০২৫ সালের মধ্যে ২৭ লাখ মেট্রিক টন করা হবে। এছাড়া খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের কৃষকের বন্ধু হিসাবে কাজ করার কথা বলেন।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, খাদ্য সচিব মো. কায়কোবাদ হোসেন, খাদ্য অধিদপ্তরের পরিচালক বদরুল হাসান প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!