• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে পদ্মা সেতুর জাদুঘর নির্মাণে আলোচনা সভা


মুন্সীগঞ্জ প্রতিনিধি ফেব্রুয়ারি ২৫, ২০১৭, ০৪:৩৯ পিএম
মুন্সীগঞ্জে পদ্মা সেতুর জাদুঘর নির্মাণে আলোচনা সভা

মুন্সীগঞ্জ: ‘পদ্মা সেতু জাদুঘর’ এর স্থানীয় সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়ন পরিষদে কোলাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান নেসারউল্লাহ সুজনের সভাপতিত্বে শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মোকসেল আলী হাওলাদার, ডা. আলোচক হিসেবে উক্ত অনুষ্ঠানে আমিনুল ইসলাম ভুঁইয়া, ড. নিয়ামুল নাসের, ড. আবুল বাশার, ড. ছগির আহমেদ, ড. আবু তৈয়ব আবু আহমদ, ড. হুমায়ুন রেজা খান, ড. মোহাম্মদ ফিরোজ জামান পদ্মা সেতু জাদুঘর স্থাপনের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন।

এ সময় আলোচকরা শিক্ষা ও গবেষণার জন্য দেশীয় প্রাণিবৈচিত্র্য নমুনা সংরক্ষণের উপায় ও তাদের জীবন ইতিহাস সংরক্ষণ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। স্থানীয় কোন বন্যপ্রাণি মারা গেলে তা পদ্মা সেতু জাদুঘরে সংরক্ষণ করার জন্য দ্রুততম সময়ে জাদুঘর কর্তৃপক্ষকে অবগত করার অনুরোধ জানান।

এ অনুষ্ঠানে কোলাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় স্কুলের শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!