• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত


মুন্সীগঞ্জ প্রতিনিধি ডিসেম্বর ১১, ২০১৭, ০৪:৫৭ পিএম
মুন্সীগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত

মুন্সীগঞ্জ : ১১ ডিসেম্বর, মুক্তিযুদ্ধের এই দিনে কাক ডাকা ভোরে হানাদার মুক্ত হয় রাজধানী ঢাকার উপকন্ঠ মুন্সীগঞ্জ। পাক সেনাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত বিজয় আসে। হানাদার বাহিনী ক্যাম্প ছেড়ে পালিয়ে গেলে ছাত্রাবাসের নিয়ন্ত্রণ নেয় মুক্তিযোদ্ধারা।

এরই মধ্য দিয়ে মুন্সীগঞ্জ হানাদারমুক্ত ঘোষণা করা হয়। জয়-উল্লাসে ফেটে পড়েন মুক্তিযোদ্ধারা। তারা কলেজের ছাত্রাবাসের ৪ তলার ছাদে উড়ান স্বাধীন বাংলার লাল-সবুজের পতাকা। এ উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের উদ্যোগে মুন্সীগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। সকাল সাড়ে ৯টায় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি জুবলী রোড হয়ে জেলা শিল্পকলা একাডেমি ঘুরে প্রধান সড়ক বাজার রোড দিয়ে মুক্তিযোদ্ধা কমান্ড প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও ভারপ্রাপ্ত জেলা কমান্ডার সায়লা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, যুদ্ধকালীন বিএলএফ ঢাকা বিভাগীয় কমান্ডার মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. মহিদ্দিন, মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মৃণাল কান্তি দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। এ সময় বক্তব্য রাখেন, পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. হারুন-অর-রশিদ, সাবেক জেলা কমান্ডার আনিস উজ্জামান আনিস, যুদ্ধকালীন বিএলএফ’র মুন্সীগঞ্জ-৩ থানার প্রধান মোহাম্মদ হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান, সাবেক সদর উপজেলা কমান্ডার কাদের মোল্লা, পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, প্রে.প্র.ড.ই. কলেজের অধ্যক্ষ তাওহিদুজ্জামান, দৈনিক সভ্যতার আলোর সস্পাদক মীর নাসির উদ্দিন উজ্জল প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!