• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ১০ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ


মুন্সীগঞ্জ প্রতিনিধি অক্টোবর ২২, ২০১৭, ০২:৩৪ পিএম
মুন্সীগঞ্জে ১০ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ: সদর উপজেলার মেঘনা নদী অংশের বকচর, চর ঝাপটার এলাকায় অভিযান চালিয়ে ১০ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মা ইলিশ শিকারের শেষ মুহূর্তে আইন অমান্য করে ইলিশ ধরার অপরাধে এই জাল আটক করা হয়। রবিবার (২২ অক্টোবর) ভোর থেকে ঘন্টাব্যাপী মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ি এই অভিযান পরিচালনা করেন।

অভিযানের নেতৃত্ব মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জয়নাল আবেদীন জানান, আইন অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ শিকার করতে কারেন্ট জাল ফেলার প্রস্তুতি করছিল জেলেরা। আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

এ সময় ১০ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযান শেষে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক ময়েদুজ্জামান উপস্থিতিতে ধলেশ্বরী নদীর পাড়ে জব্দকৃত জাল পুড়িয়ে বিনিষ্ট করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!