• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুমিনুলকে মনে রেখেছেন ওয়াগনার


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১২, ২০১৭, ০৮:৪৭ পিএম
মুমিনুলকে মনে রেখেছেন ওয়াগনার

ঢাকা: ২০১৩ সালের অক্টোবরের কথা। ঢাকা টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট তুলে নিয়েছিলেন নিল ওয়াগনার। ওই ম্যাচে ১২৬ রানের দারুন এক ইনিংস খেলে নিউজিল্যান্ডের বোলারদের ভুগিয়েছিলেন মুমিনুল হক। সেই ওয়াগনার ঘরের মাঠে আবার সেই মুমিনুলকেই দেখলেন।

তার কাছে মনে হচ্ছে, এই সময়ের মধ্যে মুমিনুলের মধ্যে কোনও পরিবর্তন হয়নি,‘কয়েক বছর আগে ঢাকায় যখন খেলেছিলাম আমার মনে হয় না, তারপর থেকে তার খুব একটা পরিবর্তন হয়েছে। সে খুব ভালো একজন ব্যাটসম্যান। আজ অনেক ধৈর্য্য দেখিয়েছে, লড়াই করেছে।’

প্রথম দিন শেষে ৬৪ রানে অপরাজিত আছেন মুমিনুল। তার ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও একটি ছক্কায়। শুরুতে বিরুদ্ধ কন্ডিশনে জড়সড় হয়ে থাকলেও সময় যত গড়িয়েছে মুমিনুল তত হাত খুলেছেন। ওয়াগনার মনে করেন ছোটখাট গড়নের এই বাঁহাতিকে দ্রুত ফেরানো না গেলে নিউজিল্যান্ডের কাঁটা হয়ে দাঁড়াতে পারেন তিনি,‘ ও আমাদের কখনও সুযোগ দেয়নি। খুব ভালোভাবে বল ছেড়েছে। ও অবশ্যই আমাদের বিপক্ষে ব্যাট করতে ভালোবাসে। কাল আমাদের খুব ভালোভাবে ফিরতে হবে।’

এরআগে নিউজিল্যান্ডের সঙ্গে দুটি টেস্ট খেলেছেন মুমিনুল। দুই টেস্টের চার ইনিংসে ক্যারিয়ার সেরা ১৮১ রানের ইনিংসও রয়েছে। মুমিনুলের  বাকি তিনটি ইনিংস এরকম, ২২*, ৪৭ ও ১২৬*। বোঝাই যাচ্ছে, নিউজিল্যান্ড মুমিনুলের কতটা প্রিয় প্রতিপক্ষ!

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!