• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুশফিকদের দুঃখ গলের প্রথম ঘণ্টা


ক্রীড়া প্রতিবেদক মার্চ ১১, ২০১৭, ০৭:১৪ পিএম
মুশফিকদের দুঃখ গলের প্রথম ঘণ্টা

ঢাকা: অনেক আশা নিয়ে গল টেস্টের পঞ্চম দিন শুরু করেছিল বাংলাদেশ। আগের দিন বিনা উইকেটে ৬৭ রান নিয়ে খেলতে নেমে শনিবার ১০ উইকেট হারিয়ে যোগ করা গেছে ১৩০ রান। 

১৯৭ রানে অলআউট হয়ে ২৫৯ রানের বড় পরাজয়। অথচ শুরুর প্রথম ঘন্টা ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেললে টেস্টটি বাংলাদেশের পক্ষে ড্র করাও সম্ভব ছিল।

মুশফিক মনে করেন, ব্যাটসম্যানরা তাদের কাজ ঠিকঠাক করতে পারেনি। ম্যাচ হেরে সংবাদমাধ্যমের সামনে এসে তিনি বলেন,‘ ড্রয়ের আশা তো আমাদের ছিলই। কারণ গতকাল দুই উদ্বোধনী ব্যাটসম্যান দারুন ব্যাটিং করেছিল। পঞ্চম দিনের প্রথম ঘন্টা খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে আমরা ভালো কিছু করতে পারিনি। প্রথম পাঁচজন ব্যাটসম্যানকে হারিয়ে ফেলার পর কাজটা সম্ভব হয়নি।’

বাংলাদেশকে জিততে হলে শেষ দিনে করতে হত ৩৯০ রান। ড্র করতে হলে ৯৮ ওভার কাটিয়ে দিতে হত। এর কোনটি-ই হল না। বাংলাদেশ হেরে গেছে ২৫৯ রানে। মুশফিক বলেন,‘ ম্যাচ জেতা যাবে না যখন এটা বোঝা যায় এবং প্রতিপক্ষ লাইন লেংথ ঠিক রেখে বোলিং করে যায় তখন সবকিছু কঠিন হয়ে যায়। যদিও আমাদের আশা ছিল, কিন্তু দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে ম্যাচ হেরে আমাদের চড়ামূল্য দিতে হয়েছে।’


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!