• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুশফিকের অটোগ্রাফ নিলেন অশ্বিন


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ১৩, ২০১৭, ০৮:৩৬ পিএম
মুশফিকের অটোগ্রাফ নিলেন অশ্বিন

ঢাকা: ব্যাট হাতে বিরাট কোহলি ছুটছেন দুরন্ত গতিতে। কোথায় থামবেন বলা মুশকিল। কোহলির মত বল হাতে দৌড়াচ্ছেন রবিচন্দ্র অশ্বিন। দুটি উইকেট পেলে দ্রুততম ২৫০ উইকেট নেয়ার বিশ্বরেকর্ড গড়বেন, হায়দরাবাদ টেস্টের আগে ভারতীয় অফ স্পিনারের সামনে এই ছিল সমীকরণ।

অশ্বিন ২৫০ তম উইকেটটি পেয়েছেন সেঞ্চুরিয়ান মুশফিককে ফিরিয়ে। সঙ্গে সঙ্গে রেকর্ড বইয়ে ঢুকে পড়েছে তার নাম। মাত্র ৪৫ টেস্টে ২৫০ উইকেট পাওয়ার নজির আর কারও নেই। দ্রুততম ২৫০ উইকেট নেয়ার বিশ্বরেকর্ড ছিল অস্ট্রেলিয়ার কিংবদন্তি বোলার ডেনিস লিলির। তার এই উইকেটগুলো ঝুলিতে পুরতে খেলতে হয়েছিল ৪৮টি টেস্ট। অশ্বিনের লাগল ৪৫ টেস্ট।

পুরস্কার বিতরণী শেষে দুদলের খেলোয়াড়রা যখন ড্র্রেসিংরুমে ফিরছিলেন তখন অশ্বিনই এগিয়ে গেলেন মুশফিকের দিকে। বিশ্বরেকর্ড গড়া বলের ওপর স্বাক্ষর নেয়ার জন্য তার দিকে বলটি এগিয়ে দিলেন। মুশফিকও হাসিমুখে তাতে স্বাক্ষর করে দিলেন। অনন্য কীর্তি গড়া যে বলটি দিয়ে সেই স্মৃতি রেখে দেবেন অশ্বিন। সেখানে থাকবেন মুশফিকের নামও।  

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!