• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুস্তাফিজের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী


নিউজ ডেস্ক আগস্ট ১১, ২০১৬, ০৬:৫৩ পিএম
মুস্তাফিজের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে লন্ডনে ফোন দিয়ে মুস্তাফিজের অস্ত্রোপচার শুরু হওয়ার আগে খোঁজ নিয়েছেন। এই মুহূর্তে লন্ডনে অবস্থানরত বিসিবি সভাপতি নাজমুল হাসানকে ফোন দিয়ে মুস্তাফিজের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। এসময় বাংলাদেশের এই তরুণ বিস্ময়-পেসারের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

লন্ডনে স্থানীয় সময় সকাল ১১টায় ক্রমওয়েল হাসপাতালে পৌঁছান মুস্তাফিজ। অস্ত্রোপচারের আগে তাঁর রুটিন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা) এই অস্ত্রোপচার শুরু হওয়ার কথা।

চিকিৎ​সক সূত্রে জানা গেছে, অস্ত্রোপচার শেষ হতে ৪০ মিনিট সময় লাগবে। আজই ৬ ঘণ্টা হাসপাতালে রেখে তাঁকে ছেড়ে দেওয়ার কথা ছিল। তবে চিকিৎ​সকেরা জানিয়েছেন, আরও নিশ্চিত হতে আজকে রাতটা হাসপাতালে রেখে দেওয়া হবে মুস্তাফিজকে। আগামীকালই ছাড়পত্র পাবেন।

বিসিবির চিকিৎ​সক দেবাশিস চৌধুরীও এখন সেখানে আছেন। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, এটি বোলারদের ক্ষেত্রে খুবই সাধারণ একটি ইনজুরি। পুরো সুস্থ হয়ে ফিরতে ৪ থেকে ৬ মাস সময় লাগবে মুস্তাফিজের। এই চোটের প্রভাব তাঁর বোলিংয়ে পড়ার কথা না। মুস্তাফিজ আগের মতোই দুর্বোধ্য বোলিং নিয়ে হাজির হবেন বলে তিনি আশ্বস্ত করেছেন।

আইসিসির সভায় যোগ দিতে নাজমুলও এখন লন্ডনে। এরই ফাঁকে মুস্তাফিজকে দেখতে গেছেন বিসিবি সভাপতি। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘বিসিবির কাছে প্রত্যেক খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ। এর আগে সাকিব-তামিমদেরও অস্ত্রোপচার হয়েছে। তবে মুস্তাফিজ যেহেতু অনেক ছোট, মাত্রই অল্প কিছুদিন হয়েছে জাতীয় দলে খেলছে, তাই ওকে সাহস দেওয়ার জন্য এসেছি। ও আমাকে বলেছে, এমনিতে ভয় লাগে না, তবে সুঁই নাকি একটু ভয় পায়।’


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!