• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মৃত গরুসহ ভেসে উঠলো ডুবে যাওয়া ট্রলার


নারায়ণগঞ্জ প্রতিনিধি আগস্ট ১৯, ২০১৮, ০৬:২৬ পিএম
মৃত গরুসহ ভেসে উঠলো ডুবে যাওয়া ট্রলার

নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় গরু নিয়ে ডুবে যাওয়া ট্রলাটি ২১টি মৃত গরুসহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

রোববার (১৯ আগস্ট) সকালে মৃত গরু ভর্তি ট্রলারটি ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে।

এরআগে শনিবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় বুড়িগঙ্গা নদীতে ফতুল্লা লঞ্চ ঘাট এলাকায় টাঙ্গাইল থেকে ২৯টি কুরবানি গরু নিয়ে বিক্রির জন্য ফতুল্লা হাটে আসে। ঘাটে ভিড়ার সময় ফতুল্লা লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাওয়ার সময় দুইটি লঞ্চের চাপায় পড়ে গরুর ট্রলারটি ডুবে যায়।

এঘটনায় ৩ জন আহত হন। পুলিশ ঘটনার জন্য দায়ী লঞ্চ এম ভি ধুলিয়া-১ এর মাস্টার ফারুক হোসেনকে আটক করেছে। অন্যরা এবং অপর লঞ্চ এম ভি আওলাদ শাহ’র লোকজন পালিয়ে যায়। ওই সময় ৬টি গরু উদ্ধার করা হয়।

ক্ষতিগ্রস্ত গরু ব্যবসায়ীরা এ দুর্ঘটনার জন্য দায়ী লঞ্চ এম ভি ধুলিয়া-১ এর মালিকের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন। ব্যবসায়ীদের দাবি, আরো তিনটি গরু নিখোঁজ রয়েছে। তাদের এই গরুর মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

ফতুল্লা থানার ওসি মঞ্জুর কাদের জানান, বুড়িগঙ্গার জলসীমা কেরানীগঞ্জ থানার আওতাধীন হওয়ায় এই ঘটনার মামলাটিও কেরানীগঞ্জ থানায় দায়ের করা হয়েছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!