• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মৃত্তিকা


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৫, ২০১৬, ০৬:৩৩ পিএম
মৃত্তিকা

মোমিন মেহেদী


নিরন্তর চাঁদ তুমি। তোমার শরীর জুড়ে প্রেমজ আলো।
আলোয় আবেগী হয় আজকাল আমাদের মন; মনজুড়ে
একঘরে কান্না। প্রনয় প্রাসাদ গড়ে অনন্ত আগামী।
কথা দিয়ে ভুলে যায় রাখে না; কেউ আর
কথা গায় মাখে না। রাখে শুধু স্বার্থের জাল।
স্বার্থের জাল ফেলে। স্বার্থের সাথে চলে চালাক
চালক। চালায় সে আমাদের প্রতিযোগ ক্ষন।
আলোকতায় থাকে আলোকিত আল্পনা । ফনিমনসার
মত লুফে নেয় পূর্নিমা; আঠারো পেরুনো সেই
বালিকা বাতাস। গায় তার জর্জেট ঝিলিমিলি
রংচটা আহ্লাদ। স্বপ্নের কাছাকাছি এই আছি
এই নেই; এই সেই বেদনার বিদগ্ধ ভোর।
যেই ভোরে গুলবাগ ভারি হয় দীর্ঘশ্বাসের
বোঝা বয়ে বয়ে দুখে; তারমত কেউ নেই; দূরন্ত
ঢেউ নেই; কেউ নেই শারদুল সুখে।
সুখের বাজার ভেঙ্গে এনেছে দু:খ আজ
বেওয়ারিশ বেলা; এখনই বসবে বলে জমকালো
কষ্টের হরতাল মেলা
মেলা বসে বেলা বয় ফুল ফোটে জুঁই; মাঝে মাঝে
মনে হয় আমি সুতো; আর ওরা জীবন্ত
জনান্তিকতায় আসে হুল ফোটা সুই...


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!