• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘মৃত্যু’ নিয়েই ছিল শাকিলের শেষ কবিতা


সাহিত্য-সংস্কৃতি ডেস্ক ডিসেম্বর ৬, ২০১৬, ০৬:১৯ পিএম
‘মৃত্যু’ নিয়েই ছিল শাকিলের শেষ কবিতা

অলঙ্করণ: সারাজাত সৌম

ঢাকা: আকস্মিকভাবেই মারা গেলেন বর্তমান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও কবি মাহবুবুল হক শাকিল। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে গুলশানের একটি রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। একজন রাজনীতিক হয়েও তিনি শিল্প সাহিত্যের সমঝদার মানুষ ছিলেন। তার সঙ্গে সাংস্কৃতিক অঙ্গনের মানুষের ছিল পরম বন্ধন। দিন দিন তরুণ কবিদেরও একেবারে ভালোবাসার মানুষ হিসেবে জায়গা নিয়ে নিচ্ছিলেন। রাজনৈতিকভাবে প্রভাবশালী হয়েও কবিদের সঙ্গে ছিলেন তিনি একেবারে সাধারণ। কবিদের শ্রদ্ধা করতেন তিনি। নিজেও নিয়মিত কবিতা লিখতেন। যার বেশির ভাগই তার ফেসবুকে দিতেন। এমনকি মৃত্যুর ১৫ ঘণ্টা আগেও নিজের ফেসবুকে একটি কবিতা পোস্ট করেন মাহবুবুল হক শাকিল। কাকতালীয়ভাবে সেই কবিতাটি কিছুটা ‘মৃত্যু’ বিষয়ক-ই! মাহবুবুল হক শাকিলের লেখা শেষ কবিতাটি পড়া যেতে পারে:       

এলা, ভালবাসা, তোমার জন্য

কোন এক হেমন্ত রাতে অসাধারণ
সঙ্গম শেষে ক্লান্ত তুমি, পাশ ফিরে শুবে।
তৃপ্ত সময় অখন্ড যতিবিহীন ঘুম দিবে।
তার পাশে ঘুমাবে তুমি আহ্লাদী বিড়ালের মতো,
তার শরীরে শরীর ছুঁয়ে ছুঁয়ে, মাঝরাতে।
তোমাদের দরজায় দাঁড়িয়ে থাকবে এক প্রগাঢ় দীর্ঘশ্বাস,
আরো একবার তোমাদের মোথিত চুম্বন দেখবে বলে।
মৃতদের কান্নার কোন শব্দ থাকে না, থাকতে নেই,
নেই কোন ভাষা, কবরের কোন ভাষা নেই।
হতভাগ্য সে মরে যায় অকস্মাৎ বুকে নিয়ে স্মৃতি,
তোমাদের উত্তপ্ত সৃষ্টিমুখর রাতে। ভালবাসা, তোমার জন্য
----------------------

কোন এক হেমন্ত রাতে অসাধারণ
সঙ্গম শেষে ক্লান্ত তুমি, পাশ ফিরে শুবে।
তৃপ্ত সময় অখন্ড যতিবিহীন ঘুম দিবে।
তার পাশে ঘুমাবে তুমি আহ্লাদী বিড়ালের মতো,
তার শরীরে শরীর ছুঁয়ে ছুঁয়ে, মাঝরাতে।
তোমাদের দরজায় দাঁড়িয়ে থাকবে এক প্রগাঢ় দীর্ঘশ্বাস,
আরো একবার তোমাদের মোথিত চুম্বন দেখবে বলে।
মৃতদের কান্নার কোন শব্দ থাকে না, থাকতে নেই,
নেই কোন ভাষা, কবরের কোন ভাষা নেই।
হতভাগ্য সে মরে যায় অকস্মাৎ বুকে নিয়ে স্মৃতি,
তোমাদের উত্তপ্ত সৃষ্টিমুখর রাতে।

সোনালীনিউজ/ঢাকা/এমটিএল

Wordbridge School
Link copied!