• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মৃত্যুকে ভয় করেন না মীর কাসেম, বললেন স্ত্রী


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৩, ২০১৬, ০৮:১২ পিএম
মৃত্যুকে ভয় করেন না মীর কাসেম, বললেন স্ত্রী

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী ও জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে সাক্ষাৎ শেষে পরিবারের সদস্যরা গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে এসেছেন। কারাগার থেকে বেরিয়ে মীর কাসেম আলীর স্ত্রী খন্দকার আয়েশা খাতুন সাংবাদিকদের বলেছেন, তিনি (মীর কাসেম) মৃত্যুকে ভয় করেন না।

শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারাগার থেকে বেরিয়ে আসেন মীর কাসেমের স্বজনেরা। পরে তাঁর স্ত্রী খন্দকার আয়েশা খাতুন জানান, মীর কাসেম শেষ মুহূর্তে আইনজীবী ছেলের সঙ্গে দেখা না হওয়ায় আক্ষেপ করেন। পরিবারের দাবি, মীর কাসেমের ছেলেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে। 

এর আগে মীর কাসেমের সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর পরিবারের সদস্যদের ডাকে কারা কর্তৃপক্ষ। বিকেল ৩টা ৩৫ মিনিটে পরিবারের ৪০ থেকে ৪৫ জন সদস্য মীর কাসেম আলীর সঙ্গে শেষ সাক্ষাৎ করতে কারাগারে প্রবেশ করে। বিভিন্ন প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যরা সোয়া ৪টায় দেখা করার সুযোগ পান। সন্ধ্যা পৌনে ৭টায় পরিবারের সদস্যরা কারাগার থেকে বেরিয়ে আসেন। 

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম
 

Wordbridge School
Link copied!