• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেক্সিকোয় বন্দুকধারীদের হামলা, নিহত ১৪


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১০, ২০১৬, ০২:৩২ পিএম
মেক্সিকোয় বন্দুকধারীদের হামলা, নিহত ১৪

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় একটি নগরীতে বন্দুকধারীদের হামলায় শনিবার পাঁচ মেয়েসহ একই পরিবারের ১১ সদস্য নিহত হয়েছে। অপর এক হামলায় আরেকটি পরিবারের তিন সদস্য নিহত হয়েছে।

তামাউলিপাস রাজ্যের মহাসচিব হারমিনিও গার্জা প্যালাসিওস বলেন, সিউদাদা ভিক্টোরিয়ার দুটি প্রতিদ্বন্দ্বী অপরাধ চক্রের মধ্যকার বিরোধকে কেন্দ্র করে এই হামলা দুটি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি এবং অপরাধ চক্রগুলোর নামও উল্লেখ করেননি।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, স্থানীয় সময় সকাল ৭টায় (গ্রিনিচ মান সময় ১২০০) বন্দুকধারীরা লোপেজ ম্যাটেওসের একটি বাড়িতে ঢুকে ২ পুরুষ, ৪ নারী ও ৫টি মেয়ে শিশুকে হত্যা করে।

এই ঘটনার প্রায় ৪৫ মিনিট পর সশস্ত্র হামলাকারীরা রেভোলুসিওন এলাকার একটি বাড়িতে ঢুকে অপর এক পরিবারের এক পুরুষ ও দুই নারীকে হত্যা করে। এই হামলায় আরো ৪ জন আহত হয়েছে।

ওই কর্মকর্তা আরো বলেন, রাজ্য ও কেন্দ্র কর্তৃপক্ষ এই অপরাধগুলোর তদন্ত করছে এবং হত্যাকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!