• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেক্সিকোয় বন্দুকধারীদের হামলায় নিহত ১৫


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১০, ২০১৬, ১০:৫৭ এএম
মেক্সিকোয় বন্দুকধারীদের হামলায় নিহত ১৫

মেক্সিকোয় বন্দুকধারীদের গুলিতে দুই পরিবারের ১৫ জন সদস্য নিহত হয়েছে। শনিবার দেশটির তামাউলিপাস রাজ্যে এ ঘটনা ঘটে।

তামাউলিপাস রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হারমিনিও গারজা পালাসিয়স জানিয়েছেন, শনিবার সকাল ৭টার দিকে লোপেজ মাতিঅস জেলায় বন্দুকধারীরা একটি বাড়িতে হামলা চালায়। এসময় তারা দুই পুরুষ, চার নারী ও পাঁচ মেয়েকে হত্যা করে। এর ৪৫ মিনিট পর বন্দুকধারীরা রিভোলুসিয়ন জেলায় আরেকটি পরিবারের এক পুরুষ ও দুই নারীকে হত্যা করে। এসময় আহত হয়েছে আরো চারজন। ধারণা করা হচ্ছে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে বিরোধী গ্রুপের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস সীমান্তবর্তী তামাউলিপাস মেক্সিকোর অন্যতম সহিংসতাপূর্ণ রাজ্য। যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অন্যতম ঘাঁটি এটি। এখানে গালফ ও জেতাস নামে দুটি গ্রুপ মাদক ব্যবসায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে নিজেদের মধ্যে লড়াই করে আসছে।

স্বরাষ্ট্রমন্ত্রী হারমিনিও গারজা জানান, বন্দুক হামলার এ ঘটনাটি রাজ্য ও কেন্দ্রীয় পুলিশ তদন্ত করছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!