• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
অনামিকার কবিতা

মেঘদূত


সাহিত্য-সংস্কৃতি ডেস্ক মে ২৪, ২০১৭, ০৬:০৯ পিএম
মেঘদূত

এ নয় শ্রাবণ প্রিয়তম
এ নগরে অকাল বাদল-
মেঘদূত বুটে পিষে গেছে
পাহাড়ে পাহাড়ে নামে ঢল।

কত কত সাধনার বলে
কারা গায় নিমকের গুণ,
আমারও সেলফি তোলা হল
একটি কিশোর হলে খুন!

কার পোড়া দেহ থেকে ধোঁয়া
পাক খেয়ে আসমানে ভাসে,
আমিও প্রেমের গান গাই-
মেঘ হয়ে মেঘেদের পাশে।

ডুবে যায় কার পাকা ধান
মৃত মাছ সুবাস ছড়ায়,
কত ধানে কত চাল হলে
কার জল কোথায় গড়ায়?

গড়াতে গড়াতে চল সখি
উন্নয়নের তুলি ধুন,
মেঘদূত সিন্দুকে তোলা
চারিদিকে ঘৃণার আগুন।

Wordbridge School
Link copied!