• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেঘনায় লঞ্চ- ট্রলার সংঘর্ষ, ৪ জেলে আহত


ভোলা প্রতিনিধি ডিসেম্বর ৭, ২০১৬, ০৫:৫১ পিএম
মেঘনায় লঞ্চ- ট্রলার সংঘর্ষ, ৪ জেলে আহত

ভোলা : ভোলার মনপুরার মেঘনায় হাতিয়াগামী ঢাকার যাত্রীবাহি লঞ্চ ফারহান-৩ এর সঙ্গে সাত্তার মাঝির জেলে ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ট্রলারটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় ৪ জেলে আহত হয়। বুধবার (৭ ডিসেম্বর) ভোর ৬ টায় ভাসনভাঙ্গা চর সংলগ্ন মেঘনায় এই দূর্ঘটনা ঘটে।

আহত জেলেরা হলেন, আবদুস সাত্তার মাঝি,আবদুল আলী, নজরুল ইসলাম, শফিক। এদের সবার বাড়ি তজুমুদ্দিন উপজেলায়।

আহত সাত্তার মাঝি ও লঞ্চের যাত্রীরা জানান, ভোরে ভাসনভাঙ্গা সংলগ্ন মেঘনায় হাতিয়াগামী ঢাকার যাত্রীবাহি ফারহান-৩ লঞ্চ মাছ ধরারত ট্রলারটিকে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে ট্রলারটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ট্রলার থাকা জেলেরা নদীতে ঝাঁপ দেয়। পরে জেলেদের উদ্ধার না করে লঞ্চটি কিছুদূর চলে গেলে লঞ্চের যাত্রীরা হৈ চৈ শুরু করলে লঞ্চটি ঘুরে মেঘনা থেকে জেলেদের উদ্ধার করে মনপুরার রামনেওয়াজ ঘাটে রেখে যায়।

এব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ শাহীন খান জানান, ঘটনাটি আপনার কাছে শুনেছি। খোঁজ নিয়ে ঘটনার সত্যতা জেনে আইনি পদক্ষেপ নেয়া হবে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!