• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মেন্টর থেকে সিলেট সিক্সার্সের কোচ ওয়াকার ইউনুস


ক্রীড়া ডেস্ক মার্চ ১৫, ২০১৮, ০৪:৩৫ পিএম
মেন্টর থেকে সিলেট সিক্সার্সের কোচ ওয়াকার ইউনুস

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল সিলেট সিক্সার্সের প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে বিচারক হিসেবে এসেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস। এরপর গত আসরে ফ্রাঞ্চাইজিটির মেন্টর হিসেবে যোগ দিয়েছিলেন এই কিংবদন্তী পেসার। তবে আগামী মৌসুমে সিলেট সিক্সার্সের কোচ হিসাবে দেখা যাবে এই পাক ক্রিকেটারকে।  

আগামী দুই বছরের জন্য সিলেট সিক্সার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ওয়াকার ইউনুস। দলটির প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘দলে এমন একজন কিংবদন্তীকে পেয়ে আমরা গর্বিত। গত বছর আমরা তাকে শুভেচ্ছাদূত এবং মেন্টর হিসেবে পেয়েছিলাম। সবসময়ই আমরা তাকে পূর্ণমেয়াদে পাওয়ার কথা ভেবেছি। শেষ পর্যন্ত তিনি দীর্ঘমেয়াদে আমাদের কোচ হতে সম্মত হয়েছেন, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে!’

সিলেট সিক্সার্সের সঙ্গে চুক্তি প্রসঙ্গে ওয়াকার ইউনুস বলেন, ‘বাংলাদেশ একটি ক্রিকেটপ্রেমী জাতি এবং এই জায়গায় কাজ করাটা দারুণ আনন্দের। এখন বাংলাদেশ সেরা আট দলের মধ্যে উঠে এসেছে। তারা উঁচুমানের ক্রিকেট খেলছে এবং একজন কোচ হিসেবে তাদের উন্নতিতে ভূমিকা রাখতে পারা অবশ্যই সন্তুষ্টির একটা ব্যাপার হবে।’

এই মুহুর্তে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেডের পরিচালক এবং বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়াকার। দলটির প্রধান কোচ ডিন জোন্সের সঙ্গে দলটিকে এরইমধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে নিয়ে গেছেন তিনি। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ওয়াকার।

এদিকে সম্প্রতি সিলেট সিক্সার্সে মালিকানায় পরিবর্তন এসেছে। স্বাভাবিক ভাবেই অন্যান্য জায়গায়ও পরিবর্তন হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!