• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেন্ডিসকে ডাবল সেঞ্চুরি হাঁকাতে দেননি মিরাজ


ক্রীড়া প্রতিবেদক মার্চ ৮, ২০১৭, ০১:৪৬ পিএম
মেন্ডিসকে ডাবল সেঞ্চুরি হাঁকাতে দেননি মিরাজ

ঢাকা: গল টেস্টের প্রথম দিনে শুভাশীষ রায়ের বল উড়িয়ে মারতে গিয়ে গালিতে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে দিয়েছিলেন কুশল মেন্ডিস। কিন্তু নো বলের কল্যাণে জীবন ফিরে পেয়ে পরবর্তীতে সেই মেন্ডিসই হয়ে ওঠেন হন্তারক। হাফ সেঞ্চুরি, সেঞ্চুরি পেরিয়ে আস্তে আস্তে ডাবল সেঞ্চুরির ল্যান্ড মার্কের দিকে এগিয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত ডাবলে পৌঁছা সম্ভব হয়নি তার। ১৯৪ রানে মেন্ডিসকে থামিয়ে দেন মেহেদী হাসান মিরাজ।

গল টেস্টের ষষ্ঠ ওভারের পঞ্চম বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন কুশল মেন্ডিস। কিন্তু ভাগ্য দারুনভাবে সহায়তা করেছে তাকে। টিভি রিপ্লেতে দেখা যায় শুভাশীষ বল করার সময় পা রেখেছিলেন ক্রিজের বাইরে! ফলে বেঁচে যান। আর বেঁচে যাওয়া মেন্ডিস তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। সেই সাথে লঙ্কার ইনিংস গড়ার কাজও করেন তিনি। প্রথম দিন শেষে অপরাজিত থাকেন ১৬৬ রানে। এই ইনিংসটিকে ডাবল সেঞ্চুরিতে রুপান্তরিত করতে চেয়েছিলেন তিনি। ১৯৪ রান করার পর ছক্কা মেরে ডাবল সেঞ্চুরি করতে চেয়েছিলেন।

কিন্তু বিধি বাম মেহেদী হাসান মিরাজের বলে লং অনে তামিমের দারুণ এক ক্যাচে আউট হন মেন্ডিস। মিরাজের কিছুটা ঝুলিয়ে দেওয়া বলটি বেরিয়ে এসে মারতে চেয়ছিলেন লং অন দিয়ে। তামিম কিছুটা পেছনে হেঁটে বলটি যখন হাতে নিলেন তখন তাঁর পা বাউন্ডারি লাইনের ওপর। উপস্থিত বুদ্ধি খাঁটিয়ে তামিম বলটি ছুঁড়ে মারলেন শূন্যে। বাউন্ডারির ভেতর এসে তা আবার ধরে ফেরালেন ভয়ংকর মেন্ডিসকে। ২৮৫ বলে, ১৯ চার ও ৪ ছয়ে মেন্ডিস খেলেছেন অসাধারণ এই ইনিংসটি।

২০১৫ সালের ২২ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয় মেন্ডিসের। আজ (৭মার্চ) মাঠে নামার পুর্ব পর্যন্ত ১৪টি টেস্ট খেলে ৮৫২ রান ঝুলিতে ভরেছেন তিনি। সেঞ্চুরি একটি  আর হাফ সেঞ্চুরি তিনটি। মঙ্গলবার (৭ মার্চ) বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করেন মেন্ডিস।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!