• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেরিনার্সকে হারিয়ে শীর্ষে মোহামেডান


ক্রীড়া প্রতিবেদক মে ২৩, ২০১৮, ০৮:০৪ পিএম
মেরিনার্সকে হারিয়ে শীর্ষে মোহামেডান

ছবি: খন্দকার তারেক

ঢাকা: আগের ম্যাচে ঢাকা আবাহনীকে হারিয়ে যুগ্নভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মেরিনার ইয়াংস ক্লাবকে (মেরিনার্স) হটিয়ে এককভাবে শীর্ষস্থান দখলে নিল সাদা কালো জার্সিধারীরা। চলতি লিগে রাসেল মাহমুদ জিমির দলের এটা টানা দশম জয়।  

বুধবার (২৩ মে) রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকি লিগে ঢাকা মেরিনার ইয়াংসেকে ৩-১ গোলে হারিয়েছে মোহামেডান। এদিন মওদুদুর রহমান শুভর দলকে জিতিয়েছেন ভারতীয় দুই খেলোয়াড়। পেনাল্টি কর্ণার (পিসি) থেকে দুইটি গোল আদায় করে নিয়েছেন ভারতীয় অরবিন্দর সিং। আরেক ভারতীয় গুরজিন্দর সিং করেছেন একটি গোল।  

মেরিনার ইয়াংসের পক্ষে একমাত্র গোলটি করেছেন দলটির অধিনায়ক হাসান যুবায়ের নিলয়। এই হারে ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। আর সমান সংখ্যক ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে পৌঁছে গেল মোহামেডান। আর ৯ খেলায় ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রানার্স আপ ঢাকা আবাহনী।  
 
সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!