• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মেলবোর্নে পথচারীর ওপর গাড়িচাপা, নিহত ৩


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২০, ২০১৭, ০২:২৮ পিএম
মেলবোর্নে পথচারীর ওপর গাড়িচাপা, নিহত ৩

অস্ট্রেলিয়ায় মেলবোর্নে ইচ্ছা করে পথচারীদের ওপর এক ব্যক্তি গাড়ি চাপিয়ে দেওয়ায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। পুলিশ জানিয়েছে আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ব্যস্ত বাজার এলাকা বুর্কে স্ট্রিট মলে দুপুরের দিকে এ ঘটনা ঘটে। তবে সন্ত্রাসের সঙ্গে ঘটনাটির সম্পর্ক নেই বলে শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে ভিক্টোরিয়া পুলিশ।

গাড়িচালক ইচ্ছা করেই মানুষের ওপর গাড়ি চালিয়ে দিয়েছে বলে পুলিশের ধারণা। অস্ট্রেলিয়ার গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে, ফ্লিন্ডারস স্টিট রেলওয়ে স্টেশনের কাছে একটি মেরুন রঙের গাড়ি এলোমেলোভাবে বৃত্তাকারে ঘুরছে। আর গাড়ির চালকের হাত জানালা দিয়ে ঝুলছে।

দুজন মানুষ এগিয়ে গিয়ে গাড়িটি থামানোর চেষ্টা করে। এক প্রত্যক্ষদর্শীর কথায়, ‘গাড়িচালক অর্ধেক গাড়ির বাইরে ঝুলে ছিল, সে ছিল বেপরোয়া, কোনও কিছুরই তোয়াক্কা করছিল না।’

গাড়িটি ফুটপাতে উঠে পড়লে লোকজন সরে যাওয়ার চেষ্টা করে। আর এ সময়ই অনেকে গাড়িটির সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে বলে জানান আরেক প্রত্যক্ষদর্শীরা।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!