• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেলায় সিলিন্ডার বিস্ফোরণ, ঝরল দম্পতির প্রাণ


কক্সবাজার প্রতিনিধি ফেব্রুয়ারি ১৪, ২০১৮, ০৬:২০ পিএম
মেলায় সিলিন্ডার বিস্ফোরণ, ঝরল দম্পতির প্রাণ

ফাইল ফটো

কক্সবাজার: জেলার মহেশখালীতে চলমান আদিনাথ মেলায় বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দম্পতির মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো তিনজন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মেলা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

মৃতরা বেলুন ব্যবসায়ী স্বামী-স্ত্রী বলে জানা গেছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে উপজেলায় শুরু হওয়া আদিনাথ মন্দিরে শীব দর্শন পূজা উপলক্ষে সপ্তাহব্যাপী মেলা চলছে। আদিনাথ পাহাড়ের পাদদেশস্থ এলাকাজুড়ে বসা মেলায় নানা ধরণের শতাধিক দোকান বসেছে। এর মধ্যে বেলুন ফুলিয়ে বিক্রির একটি দোকান দেন ওই দম্পতি। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে হঠাৎ সিলিন্ডারটির বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই মারা যান ওই দম্পতি।

স্থানীয়রা জানান, মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর স্থবিরতা নেমে এসেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন মেলার পুজারি ও দর্শনার্থীরা।

আদিনাথ মেলা পর্যবেক্ষণ কমিটির সভাপতি ও মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম জানান, সিলিন্ডার বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে। মেলা নির্বিঘ্ন করতে প্রশাসনিক নজরদারি বাড়ানো হয়েছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!