• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেসি চাপে নেই জানিয়ে দিলেন মা


ক্রীড়া ডেস্ক জুন ২১, ২০১৮, ০১:০৭ পিএম
মেসি চাপে নেই জানিয়ে দিলেন মা

ঢাকা : আর্জেন্টিনার আজ বাঁচা-মরার ম্যাচ। হারলেই বড় বিপদে পড়তে হবে। এমনকি বিশ্বকাপ থেকেও ছুটি হয়ে যেতে পারে আর্জেন্টিনার। এমন এক ম্যাচে সব আশা-ভরসার কেন্দ্রবিন্দুতে রয়েছেন লিওনেল মেসি। একমাত্র তিনিই রক্ষাকর্তা হিসেবে এ যাত্রায় আর্জেন্টিনাকে বাঁচাতে পারেন। সতীর্থরা তাঁর পাশে রয়েছেন। মেসিকে ভরসা দিচ্ছেন তাঁর মাও। বৃহস্পতিবার কোচ হোর্হে সাম্পাওলি তাঁকিয়ে আছেন তাঁর দিকে। পুরো পৃথিবীর আর্জেন্টাইন ভক্ত-সমর্থকেরাই মেসির দিকে তাকিয়ে আছেন।

মেসিকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। অনেকেই মনে করেন, মেসি দিয়েগো ম্যারাডোনার মতো নন। আর্জেন্টিনা ফুটবলে ম্যারাডোনার যা অবদান,  মেসি তার কিছুই এখনও পর্যন্ত দিতে পারেননি। তাই অনেকে আঙুল তুলছেন এই বলে যে, মেসি বার্সেলোনাকে বেশি ভালোবাসেন, দেশকে নন!

যদিও মেসিকে সমালোচনায় কান দিতে তাঁকে বারণ করছেন তাঁর মা সেলিয়া। তিনি আর্জেন্টিনার রোজারিয়োতে বসে চোখের জল ফেলতে ফেলতে বলেছেন, ‘যাঁরা বলছেন, আমার লিও দেশের চেয়ে ক্লাবকে বেশি ভালোবাসে, তাঁরা ভুল করছেন। দেশের ব্যর্থতায় ওকে যে ভাবে হতাশ হয়ে ভেঙে পড়তে দেখেছি, তা যদি তাঁরা দেখতেন, তাহলে এ কথা বলতে পারতেন না। তাই কাউকে এমন কথা বলতে শুনলে খুব খারাপ লাগে।’

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া যে মেসির সব চেয়ে বড় স্বপ্ন, তাও জানিয়ে দিয়ে গর্বিত মা বলেন, ‘বিশ্বকাপ জয়ের ব্যাপারে ও খুবই আশাবাদী। ওকে আমি বার বার বলেছি, ‘তোমার যা ভালো লাগে, তাই করবে। মাঠে নেমে খেলাটা উপভোগ করবে, যেমন ছোটবেলায় করতে।’ পরিবারের সবাই যে ওর পাশে আছে, তাও জানিয়ে দিয়েছি। মেসির সঙ্গে কথা বলে মনে হয়েছে, একেবারেই চাপে নেই।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!