• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেসি-নেইমারদের কোচ হলেন ভালভার্দে


ক্রীড়া ডেস্ক মে ৩০, ২০১৭, ০২:৫৯ পিএম
মেসি-নেইমারদের কোচ হলেন ভালভার্দে

ঢাকা: লুইস এনরিকের পর কে হবেন বার্সেলোনার নতুন কোচ? এমন প্রশ্ন কয়েকদিন ধরেই ঘুরছিল। অবশেষে এই প্রশ্নের উত্তর মিলেছে। সাবেক অ্যাথলেটিক বিলবাওর কোচ আর্নেস্তো ভালভার্দেকে লিওনেল মেসি-নেইমারদের দায়িত্ব তুলে দেয়া হয়েছে।

বার্সেলোনাকে ট্রফির ট্রেবলসহ নয়টি শিরোপা জেতান এনরিকে। গত মার্চে ২০১৬-১৭ মৌসুম শেষে ন্যু ক্যাম্প ছাড়ার ঘোষণা দেন তিনি। গত শনিবার আলাভেসের বিপক্ষে কোপ ডেল রে’র ফাইনাল ছিল বার্সার স্প্যানিশ কোচের শেষ ম্যাচ। ৫৩ বছরের ভালভার্দে ছিলেন স্প্যানিশ ফরোয়ার্ড। বার্সার জার্সিতে দু’বছর ফুটবল খেলা মানুষটাই এখন বার্সার নতুন কোচ।

২০১৩ থেকে দ্বিতীয় মেয়াদে চার বছর বিলবাওয়ের কোচিং করিয়েছিলেন ভালভার্দে। এর আগে ২০০৩-২০০৫ পর্যন্ত ক্লাবটির দায়িত্বেও ছিলেন তিনি। এসপ্যানিওল, অ্যালাভেস, ভিয়ারিয়াল, ভ্যালেন্সিয়া, অলিম্পিয়াকোসের দায়িত্বও সামলেছেন ভালভার্দে। এই মৌসুমে বার্সার ঘরে শুধুমাত্র স্প্যানিশ কাপটা এসেছে। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যেতে হয়েছে তাঁদের। এখন দেখাই যাক, নতুন কোচ ভালভার্দে বার্সার জন্য কী সৌভাগ্য নিয়ে আসেন!

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!