• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেসি-রোনালদো দ্বৈরথে ‘মঙ্গল’ফুটবলের


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৫, ২০১৬, ১০:১৪ পিএম
মেসি-রোনালদো দ্বৈরথে ‘মঙ্গল’ফুটবলের

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা, সে তর্কে যাননি আলেকসান্দের চেফেরিন। সময়ের সেরা দুই তারকার দ্বৈরথ যে ফুটবলের জন্য ভালো, সে দিকটাই বড় করে দেখছেন উয়েফার নতুন সভাপতি। স্পেনের দৈনিক মার্কার সঙ্গে আলাপচারিতায় মেসি ও রোনালদোকে নিয়ে কথা বলেন চেফেরিন। দুজনের মধ্যে কাকে বেছে নেবেন, এমন প্রশ্নের কৌশলী উত্তর দিয়েছেন ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান। তারা দুজনেই ফুটবলের জন্য ভালো। একজনের নির্দিষ্ট কিছু আছে, যা আরেকজনের চেয়ে ভালো। রোনালদো হচ্ছে নিখাদ শক্তি, তেজ, দৃঢ়সংকল্প; সেখানে মেসি শিল্পীর মতো। কে সেরা? একই প্রশ্ন রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার জন্যও-তারা উভয়ই ফুটবলের জন্য ভালো!

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!