• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেসিই পার্থক্য গড়ে দিয়েছে: জিদান


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৪, ২০১৭, ০৫:৪৩ পিএম
মেসিই পার্থক্য গড়ে দিয়েছে: জিদান

ঢাকা: এল ক্লাসিকো মানেই রুদ্ধশ্বাস লড়াই। স্প্যানিশ তথা পুরো বিশ্বের দুই জায়ান্ট ক্লাব বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ মুখোমুখি মানেই স্নায়ুর ওপর বয়ে যাওয়া ঝড়। চিরপ্রতিদ্বন্দী দুই দলের এই এল ক্লাসিকোই ছড়ায় অন্যরকম উত্তেজনা। রোববার (২৩ এপ্রিল) রাতে হয়ে গেল ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ সেই লড়াই। বার্নাব্যুতে অনুষ্ঠিত লড়াইয়ে জোড়া গোল করে লা লিগায় কাতালানদের শীর্ষে নিয়ে গেলেন লিওনেল মেসি। ম্যাচ শেষে হতাশ রিয়াল কোচ জিনেদিন জিদান জানালেন ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছেন মেসিই।

জিদান বলেন, ‘আমরা খুশি হতে পারছিনা। কারণ, আমরা প্রচুর সুযোগ পেয়েছি। কিন্তু কাজে লাগাতে পারিনি। ২-২ গোলে সমতা থাকার সময় যদি ১০ জনের দলে পরিণত হয় তখন কিছুই করার থাকে না, সবাই মিলে রক্ষণাত্মকভাবে খেলতে হবে।’

রিয়াল বস বলেন, ‘আমরা ভেবে ছিলাম তৃতীয় গোলটি হবে না। কিন্তু মেসি তার দলের জন্য পার্থক্য তৈরি করে দিয়েছে। সে দুই গোল করেছে। আমরা এদিন ব্যর্থ হয়েছি। আমাদের অনেক কিছু করার ছিল। কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারিনি। এখন পরের ম্যাচের দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার নেই।

এদিন বার্সার হয়ে ৫০০ গোল করে ফেললেন আর্জেন্টাইন মহাতারকা। শুধু তাই নয়, এই জয়ের ফলে ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে রিয়ালকে সরিয়ে লা লিগায় একে ফিরে এল বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে বার্সার সঙ্গে ‘হেড টু হেড’ লড়াইয়ে হেরে টেবিলে দুইয়ে নেমে গেল রিয়াল মাদ্রিদ৷

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!