• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘মেসিকে ছুঁতে নেইমারের আরো ৪ বছর লাগবে’


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৯, ২০১৭, ১০:২৫ পিএম
‘মেসিকে ছুঁতে নেইমারের আরো ৪ বছর লাগবে’

ঢাকা: লিওনেল মেসির ছায়া থেকে বের হতে পিএসজিতে যোগ দিয়েছেন নেইমার। সেখানে গিয়ে ফরাসি ক্লাবটিকে একের পর এক জয় উপহার দিয়ে চলেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বার্সা তাঁর শুণ্যস্থান পূরণ করতে নেইমারের ব্রাজিলিয়ান সতীর্থ পাউলিনহোকে দলে টেনেছে। তিনি জানিয়েছেন, নেইমার আরো চার বছর মেসির চেয়ে পিছিয়ে থাকবেন। 

পাউলিনহোর মতে, নেইমার এখনো মেসির চেয়ে অনেক পিছিয়ে রয়েছে। তবে নেইমারই একমাত্র ফুটবলার যিনি তিন-চার বছরের মধ্যে মেসিকে ছুঁতে পারেন। পাউলিনহোর ভাষায়,‘ এই সময় অনেকে ভালো করছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে মেসিকে বিশ্বসেরা করতে আমাকেও সাহায্য করতে হবে। নেইমারও অসাধারণ, তার লক্ষ্য পূরণেও আমি সাহায্য করব। তবে এই মুহূর্তে মেসিই সবার চেয়ে এগিয়ে। নেইমারকে এতদূর আসতে হলে আরো তিন-চার বছর সময় দিতে হবে।’

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মেসি-নেইমার দুজনই নিজ নিজ দলের হয়ে মাঠে নেমেছিলেন। দুজনই গোল করেছেন একটি করে। আন্ডারলেখটের বিপক্ষে পিএসজি জিতেছে ৪-০ গোলে। অলিম্পিয়াকোসকে ৩-১ গোলে হারিয়েছে বার্সা। এই ম্যাচে উয়েফা প্রতিযোগিতায় শততম গোল পেয়েছেন মেসি। 

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!