• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেসির অভাব পূরণ করবেন তুরান : এনরিকে


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২, ২০১৬, ০৭:১৭ পিএম
মেসির অভাব পূরণ করবেন তুরান : এনরিকে

লিওনেল মেসিকে ছাড়াও বার্সেলোনা জিততে পারবে ৷ লি ছাড়াই বার্সা এগিয়ে যাবে বলে দাবি করেছেন কোচ লুই এনরিকে৷ তিনি মনের মেসির অনুপস্থিতিতে তুরস্কের মিডফিল্ডার আডা তুরান সেই অভাব পূরণ করবেন৷ তুরানই একদিন মেসি হয়ে উঠবেন এমন ইঙ্গিতও দিয়ে ছেন বার্সা কোচ৷ কি বলছেন এনরিকে?

তিনি বলেন, ‌‘দুর্ভাগ্যজনকভাবে গত বছরও আমরা মেসিকে ছাড়া দুই মাস খেলেছি৷ দলের খেলোয়াড়রা জানে অবশ্যই খেতাব জয়ের জন্য খেলতে হবে এবং তারা সেটা করছেও।’

একইসঙ্গে তিনি বলেন, ‘জানুয়ারি পর্যন্ত তুরান খেলতে পারেনি৷ কিন্তু আমি সবসময় খুশি যেভাবে তুরান খেলেছে। ও যেভাবে উন্নতি করছে তা আমার খুব ভালো লেগেছে৷ সকলেই চাই যে তুরান আরও ভালো কিছু উপহার দিক৷’

উল্লেখ্য, গত সেপ্টেম্বরের শেষ দিকে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে খেলার সময় চোট পান মেসি। পরে বার্সেলোনা জানায়, মেসির কুঁচকির মাংসপেশি ছিঁড়ে গেছে। এ কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!