• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘মেসির খেলা অন্যরা বোঝে না’


ক্রীড়া ডেস্ক মে ২৪, ২০১৮, ০৩:২৮ পিএম
‘মেসির খেলা অন্যরা বোঝে না’

ঢাকা : এই মৌসুমের মতো ক্লাবের দায়িত্ব সেরে লিওনেল মেসি এখন বুয়েন্স আয়ার্সের অদূরে জাতীয় শিবিরে অনুশীলন করছেন। রাশিয়ায় যাওয়ার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী সপ্তাহেই তাদের হাইতির বিরুদ্ধে ম্যাচ। কোচ হোর্হে সাম্পাওলি অবশ্য বলে দিয়েছেন, প্রস্তুতি ম্যাচে তিনি মেসিকে খেলাতে চান না। মোট কথা, কোনও রকম ঝুঁকির রাস্তায় তিনি হাঁটবেন না।

এদিকে, বিশ্বকাপ ফাইনালে গোল করা আটাত্তরের আর্জেন্টিনার অন্যতম নায়ক মারিও কেম্পেস বললেন, ‘মেসির প্রতিভা নিয়ে কিছু বলার নেই। তবে বরাবরই ও স্পেনে থেকেছে। তাই ওর খেলার ধরনের সঙ্গে অন্যরা কতটা মানিয়ে নেবে তা আমি নিশ্চিত নই। এমনিতে মাঠের বাইরে তো সবাই ওর বন্ধু। কিন্তু মাঠে লিওর পাশে খেলতে দেখলে সেটাই বোঝা যায় না। মনে হয়, সবাই ওর অচেনা। আসলে ওর খেলার ধাঁচটাই অন্য রকম। অনেক দিন পাশে না খেললে বোঝা কঠিন। রাশিয়াতেও আর্জেন্টিনা এই জায়গায় সমস্যায় পড়বে।’

আর্জেন্টিনা দল নিয়ে এমনিতেই বিতর্ক রয়েছে। হার্নান ক্রেসপো যেমন মাউরো ইকার্দি বাদ পড়ায় একহাত নিয়েছেন মেসিকে। তাঁর বক্তব্য এরকম, ‘জানতাম এটাই হবে। আমাদের দলে লিও’র কিছু বন্ধু আছে। ইকার্দি কোনও দিন ওর বন্ধু হতে পারেনি বলেই রাশিয়ায় যেতে পারল না। অথচ সিরি ‘এ’-তে কী ভালো খেলছে ছেলেটা।’

আর্জেন্টিনার কোচ সাম্পাওলি অবশ্য এই ধরনের বিতর্ক এড়িয়ে চলছেন। ক্রেসপোর কথায় তাঁর প্রতিক্রিয়া, ‘আসল ব্যাপার হচ্ছে, আমরা কীভাবে খেলব। মানে স্ট্র্যাটেজি কেমন হবে। আমাদের খেলার স্টাইলে যারা মানিয়ে নিতে পারবে না তাদের নেওয়া হয়নি। ইকার্দির ক্ষেত্রেও সেটাই হয়েছে। এ ব্যাপারে সব দায়িত্ব আমার।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!