• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মেসির ছেলে ফুটবল পছন্দ করে না!


ক্রীড়া ডেস্ক মার্চ ১৬, ২০১৭, ০৯:৪৬ এএম
মেসির ছেলে ফুটবল পছন্দ করে না!

ঢাকা : রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানোর রোনালদোর ছেলে বাবার মতই ফুটবল ভালোবাসেন। একবার সে বড় হয়ে গোলকিপার হওয়ার বাসনা প্রকাশ করেছিলেন। যেটা শুনে চমকে গিয়েছিলেন সি আর সেভেন। কিন্তু লিওনেল মেসির বেলায় উল্টো। তার ছেলে ফুটবলই পছন্দ করে না। এ কথা নিজেই জানিয়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার।

তারপরও মেসির ছেলে মাঠে আসে সেটা অন্য কারণে, ফুটবলের টানে নয়। কী সেই কারণ? মেসি বলেছেন,‘ আমার ছেলে ফুটবল খুব একটা পছন্দ করে না। ও মাঠে আসে লুইস সুয়ারেজের ছেলে বেঞ্জামিন ও স্কুলের বন্ধুদের জন্য। সুয়ারেজের ছেলে দিনরাত ফুটবল নিয়েই থাকে।’

ছেলে ফুটবল পছন্দ না করলেও মেসি কিন্তু ঠিকই চান ছেলে নামী ফুটবলার হোক। এ কারণে তিনি ছেলেকে বার্সার ফুটবল অ্যাকাডেমিতে ভর্তিও করিয়েছেন। অথচ মেসির ছেলের ফুটবলে মন নেই। যদিও বাবার আক্ষেপ নেই তাতে। মেসি জানিয়েছেন, বড়  হয়ে তার ছেলে যা খুশি হতে পারে।

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!