• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেসির পেনাল্টি মিস, হারল বার্সেলোনা


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৮, ২০১৮, ০১:৫০ পিএম
মেসির পেনাল্টি মিস, হারল বার্সেলোনা

ঢাকা: মাঝে মাঝে ফুটবল যাদুকরও দিক হারিয়ে ফেলেন। লিওনেল মেসি তিনিও রক্তে মাংসের মানুষ। তারপরও তার কাছে প্রত্যাশা সবসময়ই বেশি। সেই প্রত্যাশা অবশ্য বেশিরভাগ সময়ই মিটিয়েছেন। দু-একবার এদিক-সেদিক হয়ে যায়। এই যেমন কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পেনাল্টি মিস করেছেন মেসি। তার দল বার্সেলোনাও টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেল।

২০০৯ সালের পর এই প্রথম এসপানিওল হারাল কাতালানদের। দুর্দান্ত খেলতে থাকা মেসিকে যেন এ ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি। উল্টো ৬২ মিনিটে পেনাল্টিটাও মিস করেছেন। 

এদিন লুইস সুয়ারেজকে ছাড়াই একাদশ নামিয়েছিলেন কোচ ভালভার্দে। মাঠে নামাননি দুই তারকা ফিলিপে কুতিনহো ও উসমান ডেম্বেলেকে। ৬০ মিনিটে অনেকটা বাধ্য হয়েই সুয়ারেজকে নামান ভালভার্দে। কাজের কাজ কিছুই হয়নি। শেষ অবধি ম্যাচের ৮৮ মিনিটের সময় এসপানিওলের অস্কার মেলেন্দোর গোল খেয়ে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বার্সাকে।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এআই

Wordbridge School
Link copied!