• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেসির ভাস্কর্য ভাঙচুর


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১০, ২০১৭, ০৮:০৬ পিএম
মেসির ভাস্কর্য ভাঙচুর

ঢাকা: সোমবার (৯ জানুয়ারি) রাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে ফিফা বর্ষসেরা ফুটবলারের খেতাব হারানো ছাড়াও মেসি সমর্থকদের জন্য আরো একটি দু:সংবাদ এসেছে। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সের একটি পার্কে থাকা মেসির ভাস্কর্য ভেঙে ফেলেছে! সিটি কর্তৃপক্ষ জানায়, ভাস্কর্যের মাথার অংশটি কে বা কারা ভাঙচুর করেছে। এখন আছে শুধু দুই পা আর বল। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বুয়েনেস এইরেস সিটি কর্তৃপক্ষ। তারা দ্রুতই ভাস্কর্যটি নতুন করে স্থাপনের কথা জানিয়েছেন।

গত বছরের জুনে কোপা আমেরিকার ফাইনালে হারের পর ফুটবল থেকে অবসর নেওয়ার পর মেসিকে ফেরাতে বুয়েন্স আয়ার্সের সিটি হলে মেসির একটি ভাস্কর্য স্থাপন করে শহর কর্তৃপক্ষ। ভাস্কর্যটি উদ্বোধন করেছিলেন বুয়েনস এইরেসের মেয়র হোরাসিও রদ্রিগেজ লারেত্তা। ফুটবল নিয়ে দৌড়ানোর ভঙ্গিতে থাকা ভাস্কর্যটি উন্মোচন করেন মেয়র হোরসিও রদ্রিগেজ লরেটা।

রিও ডি লা প্লাতা নদীর তীরে গ্লোরি ওয়াকওয়েতে বসানো হয় মেসির ভাস্কর্যটি। গ্লোরি ওয়াকওয়ে জায়গাটা পরিচিত আর্জেন্টিনার ক্রীড়াবিদদের ভাস্কর্যের জন্য। শুধু মেসি নন, আর্জেন্টিনার ইতিহাসের সেরা ক্রীড়াবিদের ভাস্কর্যও আছে সেখানে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!