• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেসির শহরে শেষ চারে নাদাল-মারে


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৯, ২০১৭, ০২:৩৯ পিএম
মেসির শহরে শেষ চারে নাদাল-মারে

ঢাকা: ফর্মের চূড়ায় রয়েছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল৷ সম্প্রতি তিনি জিতেছেন ১০ নম্বর মন্টে কার্লো মাস্টার্স। এবার বার্সেলোনা ওপেনেও ট্রফির সামনে দাঁড়িয়ে নাদাল৷ শুক্রবার দক্ষিণ কোরিয়ার উঠতি প্রতিভা হায়েন চ্যাঙকে ৭-৬ (১), ৬-২ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠে গিয়েছেন তিনি৷

স্ট্রেট সেটে জিতলেও ১৪ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী নাদালকে ভালোই টক্কর দেন চ্যাঙ৷ প্রথম সেটে স্প্যানিশ তারকাকে ট্রাইবেকার পর্যন্ত টেনে নিয়ে যান তিনি৷ তবে নাদালের অভিজ্ঞতার কাছে হার মানেন চ্যাঙ৷ দ্বিতীয় সেট সহজেই জিতে যান নাদাল৷ ম্যাচ জেতার পর নাদাল বলেন, ‘ চ্যাঙ গোটা টুর্নামেন্টেই ভালো খেলেছে৷ ওর লড়াইয়ে আমি মুগ্ধ৷ নিজেকে ধরে রাখতে পারলে ও অনেক দুর যাবে৷’

একই দিনে বার্সেলোনা ওপেনের শেষ আটে স্পেনের রামোস ভিনোলাসকে ২-৬,৬-৪,৭-৬ (৪) সেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছেন ইংলিশ তারকা অ্যান্ডি মারে। সম্প্রতি এই ভিনোলেসের কাছেই মন্টে কার্লো ওপেনে হেরে গিয়েছিলেন তিনি৷

এদিনও প্রথম সেটে হেরে ওই ম্যাচে স্মৃতি ফিরিয়ে এনেছিলেন ব্রিটিশ তারকা৷ শুক্রবার সেরকম  কিছু ঘটেনি৷ দ্বিতীয় সেটে ৬-৪ ক্যামব্যাক করেন মারে৷ শেষ সেট ট্রাইবেকারে জিতে ভিনালেসকে বোঝান চ্যাম্পিয়নরা এক ভুল দ্বিতীয়বার করেন না।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!