• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মেয়র পদ ফিরে পেলেন মনিরুজ্জামান


আদালত প্রতিবেদক নভেম্বর ২১, ২০১৬, ০৬:৫৪ পিএম
মেয়র পদ ফিরে পেলেন মনিরুজ্জামান

ঢাকা: উচ্চ আদালতের আদেশের পর সাময়িক বরখাস্ত হওয়া খুলনা সিটি করপোরেশনের (খুসিক) মেয়র মো. মনিরুজ্জামান মনিকে স্বপদে বহাল করেছে স্থানীয় সরকার বিভাগ।  

সোমবার (২১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা থেকে খুলনার মেয়রকে সাময়িক বরখাস্তের আদেশের কার্যকারিতা স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, হাই কোর্ট বিভাগের স্থগিতাদেশ বজায় থাকাকালীন খুলনা সিটি করপোরেশনের মেয়রকে সাময়িক বরখাস্তের আদেশটির কার্যকারিতা স্থগিত থাকবে।

খুলনা থানায় নাশকতার দুটি মামলায় গত বছরের ৩১ মে মনিরুজ্জামানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় ওই বছরের ২ নভেম্বর তাকে মেয়র পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।

এর বিরুদ্ধে মনিরুজ্জামান হাই কোর্টে রিট পিটিশন দায়ের করলে হাই কোর্ট গত ৭ জুন স্থানীয় সরকার বিভাগের আদেশের উপর ৬ মাসের জন্য স্থগিতাদেশ দেন। অন্তর্বর্তীকালীন এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ গেলেও গত ১৩ নভেম্বর সেই আবেদন খারিজ হয়ে যায়।

তবে মনির করা রিটে রুল এখনো নিষ্পত্তি হয়নি। রুল নিষ্পত্তির পর এ বিষয়ে হাইকোর্টের চূড়ান্ত মতামত পাওয়া যাবে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!